রৌনকা আফরুজ সরকার (Rounoka Afruz sharkar)

প্রথম পাতা » জীবনী » রৌনকা আফরুজ সরকার (Rounoka Afruz sharkar)


রৌনকা আফরুজ সরকার

 রৌনকা আফরুজ সরকার  ১৯৭৮ সালের ১৫ মার্চ নরসিংদী জেলায় জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি জয়পুরহাট জেলার বাসিন্দা। তিনি জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় থেকে সরকার ও রাজনীতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত।
প্রকাশিত গ্রন্থ:
(১) সপ্তম আশ্চর্য (কাব্য)
(২) ফুলের গাঙের জোয়ারে (কাব্য)
(৩) এ আমার বসন্ত বিলাস (কাব্য)
(৪) বঙ্গবন্ধু তোমার বোলে
স্বাধীনতা এলো মায়ের কোলে (কাব্য)
(৫) ভূতের নাও আকাশে ওড়ছে (উপন্যাস

   .তথ্যসূত্র:   ২০২৩ সালে প্রকাশিত  ‘ভালোবাসা এক মহাকাব্য’  গ্রন্থ থেকে সংকলিত।