রৌনকা আফরুজ সরকার (Rounoka Afruz sharkar)
প্রথম পাতা » জীবনী » রৌনকা আফরুজ সরকার (Rounoka Afruz sharkar) রৌনকা আফরুজ সরকার ১৯৭৮ সালের ১৫ মার্চ নরসিংদী জেলায় জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি জয়পুরহাট জেলার বাসিন্দা। তিনি জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় থেকে সরকার ও রাজনীতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত।
প্রকাশিত গ্রন্থ:
(১) সপ্তম আশ্চর্য (কাব্য)
(২) ফুলের গাঙের জোয়ারে (কাব্য)
(৩) এ আমার বসন্ত বিলাস (কাব্য)
(৪) বঙ্গবন্ধু তোমার বোলে
স্বাধীনতা এলো মায়ের কোলে (কাব্য)
(৫) ভূতের নাও আকাশে ওড়ছে (উপন্যাস
.তথ্যসূত্র: ২০২৩ সালে প্রকাশিত ‘ভালোবাসা এক মহাকাব্য’ গ্রন্থ থেকে সংকলিত।