সমীর অধিকারী

প্রথম পাতা » জীবনী » সমীর অধিকারী


 সমীর অধিকারী

সমীর অধিকারীর জন্ম ইংরেজি ১৯৯২ সালের ২৮ অক্টোবর রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলাধীন এক প্রত্যন্ত গ্রাম মাটিয়াবাড়ির নিম্নবিত্ত কৃষক পরিবারে। তিন ভাই ও যমজ দুই বোনের মধ্যে তিনি মেঝ। বাবা-মায়ের প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও ছেলে-মেয়েদের উচ্চ শিক্ষিত করে মানুষ করতে একটুও কার্পণ্য করেননি। স্থানীয় নলিয়া শ্যামামোহন ইনষ্টিটিউশন থেকে ২০০৯ সালে এসএসসি পাশ করে দক্ষিণবঙ্গের স্বনামধন্য সরকারি রাজেন্দ্র কলেজ থেকে ২০১১ সালে এইচএসসি পাশ করেন। এরপর ২০১২ সালের ভারত সরকারের আইসিসিআর স্কলারশিপ নিয়ে কলকাতার পশ্চিমবঙ্গ রাষ্ট্রিয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বারাকপুর রাস্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে ভর্তি হন। ভারতে অধ্যায়নের সময় ভারতের বহু জায়গা ভ্রমণ করে বিস্তর অভিজ্ঞতা অর্জন করেন। পড়াশুনা শেষ করে দেশে ফিরে উচ্চশিক্ষার জন্য জার্মানীতে যাওয়ার চেষ্টায় ব্যর্থ হয়ে ২০১৭ সালের শেষের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন এমবিএ-তে ভর্তি হন। বর্তমানে এমবিএ-এর পাশাপাশি ভারতীয় দূতাবাসে সাময়িক কর্মরত রয়েছেন।
অনেক সংগ্রামের মধ্যে বেড়ে উঠা, জীবনের বিচিত্র অভিজ্ঞতা তাকে সাহিত্য রচনায় উৎসাহিত করেছে। ভবিষ্যতে বাংলা সাহিত্য আর বাংলা সিনেমা নিয়ে কাজ করতে চান। বাংলা সাহিত্য ও সিনেমার সোনালী অতীত ফিরিয়ে আনতে বদ্ধপরিকর তিনি।
২০১৯ এর বইমেলায় তার প্রথম দু’টি কাব্যগ্রন্থ, “ছন্নছাড়ার কাব্য” ও “চতুর্দশী কবিতাবলি” প্রকাশিত হচ্ছে। ভবিষ্যতে উপন্যাস ও প্রবন্ধগ্রন্থ প্রকাশ করতে চান তরুন এ লেখক। বইপড়া, ভ্রমণ, বিভিন্ন ইতিহাস অনুসন্ধান, নতুনত্বের সাথে পরিচয় হতে স্বাচ্ছন্দবোধ করেন।