মনির উদ্দীন ইউসুফ

প্রথম পাতা » জীবনী » মনির উদ্দীন ইউসুফ


মনির উদ্দীন ইউসুফ
লেখক ও অনুবাদক

খ্যাতিমান লেখক ও অনুবাদক মনির উদ্দীন ইউসুফের জন্ম মাতুলালয়, জাওয়ার গ্রাম, তাড়াইল-কিশোরগঞ্জ, ১৩ ফেব্রুয়ারি ১৯১৯। পৈতৃক নিবাস বৌলাই গ্রাম, কিশোরগঞ্জ। জমিদার পরিবারে জন্ম। ময়মনসিংহ জেলা স্কুল থেকে ম্যাট্রিক (১৯৩৮) ও ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ থেকে আই.এ. (১৯৪০) পাস করেন। কিছুকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলায় বি.এ. অনার্স অধ্যয়ন করেন। ১৯৬২তে কৃষি উন্নয়ন কর্পোরেশনের পাবলিক রিলেশন বিভাগে চাকরি লাভ করেন। এ সংস্থা থেকে প্রকাশিত ‘কৃষি সমাচার’ পত্রিকার সম্পাদক ছিলেন। ১৯৭৯তে চাকরি থেকে অবসর গ্রহণ করেন। উর্দু ও ফার্সি সাহিত্যের বঙ্গানুবাদ করে খ্যাতি অর্জন করেন। পারস্যের মহাকবি ফেরদৌসীর ‘শাহনামার’র পূর্ণাঙ্গ বঙ্গানুবাদ তাঁর বিশেষ কীর্তি। ফেরদৌসীর শাহনামা’ (১৯৯১) নামে এটি ছয়খণ্ডে বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়। কবি এবং প্রাবন্ধিক। প্রকাশিত গ্রন্থাবলী: অনুবাদ ইকবালের কাব্য সঞ্চয়ন (১৩৬৭), দীওয়ান-ই-গালিব (১৩৭১), কালামে রাগিব (১৩৭০), রুমীর মসনবী (১৩৩৭)। প্রবন্ধ-গবেষণা- উর্দু সাহিত্যের ইতিহাস (১৯৬৮), বাংলা সাহিত্যে সুফী প্রভাব (১৯৬৯), আমাদের ঐতিহ্য ও সংস্কৃতি (১৯৭৮), সংস্কৃতিচর্চা (১৯৮০), বাংলাদেশের সার্বিক অগ্রগতির লক্ষ্যে একটি প্রস্তাব (১৯৮৪), নব মূল্যায়নে রবীন্দ্রনাথ (১৯৮৯)। কাব্য- উপায়ন (১৩৪৮), বেতস পাতা জলের ধারা (১৯৮৪), এক ঝাঁক পায়রা (১৯৮৮)। আত্মজীবনী- আমার জীবন আমার অভিজ্ঞতা (১৯৯২)। অনুবাদে বাংলা একাডেমি পুরস্কার (১৯৭৮) ও সাহিত্যে একুশে পদক (মরণোত্তর) ১৯৯৩ লাভ করেন। মৃত্যু, ঢাকা, ১১.২.১৯৮৭।