রেবেকা রহমান
প্রথম পাতা » জীবনী » রেবেকা রহমান ছেলেবেলা থেকে বাবা ড. লুৎফর রহমানের প্রেরণায় লেখা শুরু। রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন। দুই কন্যাসন্তানের জননী। স্বামীর কাছ থেকে কবিতা লেখার ব্যাপারে প্রবল উৎসাহই তাঁকে কবি হিসেবে এতদূর এগিয়ে দিয়েছে বলে মনে করেন। প্রেম, বিরহ, দেশপ্রেমসহ একটি নারীর নানাবিধ আবেগ প্রতিফলিত হয়েছে তাঁর লেখায়।
কবির বইগুলি
১. পারলে হৃদয় ছুঁয়ে দিও ২. এইখানে তুমি থাকো ৩. যুগল পায়ে বাতাস ওড়ে ৪. মুঠোয় জমেছে উষ্ণতা