শহীদ রফিক উদ্দিন আহমদ
প্রথম পাতা » জীবনী » শহীদ রফিক উদ্দিন আহমদ
ভাষাশহীদ
শহীদ রফিক উদ্দিন আহমদের জন্ম ১৯২৬ খ্রিস্টাব্দের ২৩ অক্টোবর মানিকগঞ্জ জেলার পারিল বলধারা গ্রামে। পিতা আব্দুল লতিফ ছিলেন ঢাকার বাদামতলীস্থ কমার্শিয়াল প্রেসের মালিক। রফিক উদ্দিন স্থানীয় বায়রা স্কুল থেকে ১৯৪৯ খ্রিস্টাব্দে ম্যাট্রিক পাস করেন। পরে মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজে ভর্তি হয়েছিলেন বাণিজ্য বিভাগে। কিন্তু পড়া বাদ দিয়ে ঢাকায় চলে আসেন এবং বাবার প্রেস পরিচালনা করেন। বাংলা ভাষাকে পাকিস্তানের আরোপিত ১৪৪ ধারা উপেক্ষা করে ১৯৫২ খ্রিস্টাব্দের ২১ ফেব্রুয়ারি ঢাকায় রাষ্ট্রভাষা করার দাবিতে সরকার কর্তৃক ছাত্রজনতা বিক্ষোভ প্রদর্শন করে। রফিক উদ্দিন আহমদ এই মিছিলে অংশগ্রহণ করেন । ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হোস্টেল প্রাঙ্গণে মিছিলের উপর পুলিশ গুলি চালালে সে গুলি রফিকের মাথায় লাগে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ কর্তৃক তাঁর লাশ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নেয়া হয় এবং রাত তিনটায় সামরিক বাহিনীর প্রহরায় আজিমপুর গোরস্থানে দাফন করা হয়। রফিক উদ্দিনই ছিলেন ভাষা আন্দোলনের প্রথম শহীদ। ২০০০ খ্রিস্টাব্দে তাকে একুশে পদক (মরণোত্তর) প্রদান করা হয়।