শহীদ আবুল বরকত৷ ভাষাশহীদ

প্রথম পাতা » জীবনী » শহীদ আবুল বরকত৷ ভাষাশহীদ


শহীদ আবুল বরকত৷ ভাষাশহীদ
আবুল বরকত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এম.এ ক্লাসের ছাত্র। তাঁর জন্ম ১৯২৭ খ্রিস্টাব্দের ১৬ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বাবলা গ্রামে । স্থানীয় তালিবপুর হাই স্কুল থেকে ১৯৪৫ বহরমপুর কৃষ্ণনাথ কলেজ থেকে ১৯৪৭ খ্রিস্টাব্দে মুর্শিদাবাদ ত্যাগ করে ঢাকায় এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ১৯৫ খ্রিস্টাব্দে রাষ্ট্রবিজ্ঞানে দ্বিতীয় শ্রেণীতে চতুর্থ স্থান অধিকার করে অনার্স পাস করেন। মৃত্যুর পূর্বে এই বিশ্ববিদ্যালয়ে এম.এ ক্লাসের ছাত্র ছিলেন। ১৯৫২ খ্রিস্টাব্দের ২১ ফেব্রুয়ারি বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকা মেডিকেল কলেজ হোস্টেলের সম্মুখের রাস্তায় সরকার কর্তৃক আরোপিত ১৪৪-যারা ভঙ্গ করে বিক্ষোভ প্রদর্শনরত ছাত্র-জনতার উপর পুলিশ গুলি বর্ষণ করলে উক্ত হোস্টেলের ১২ নম্বর শেড়ের বারান্দায় গুলিবিদ্ধ হয়ে আহত হন। অতঃপর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ইমারজেন্সি ওয়ার্ডে ভর্তি করা হয়। তাঁর জীবন বাঁচানোর প্রাণপণ প্রচেষ্টা চালিয়েও ডাক্তার তাঁকে বাঁচাতে ব্যর্থ হন। অতিরিক্ত রক্তক্ষরণজনিত কারণে যান। তাঁর আত্মীয়-স্বজনের উপস্থিতিতে একজন ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে আজিমপুর গোরস্থানে তাঁকে দাফন করা হয়। মহান রাষ্ট্রেভাষা আন্দোলনের শহীদদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। ২০০০ খ্রিস্টাব্দে তাকে একুশে পদক (মরণোত্তর) প্রদান করা হয়।