ড. শামীম আরা

প্রথম পাতা » জীবনী » ড. শামীম আরা


 ড. শামীম আরা

ড. শামীম আরা টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার সাফলকুড়া গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে ১লা এপ্রিল ১৯৬৪ সালে জন্মগ্রহণ করেন। ড. শামীম আরার প্রকৃতির সাথে সাথে স্বাধীনতার নব্য স্বাদে ভঙ্গুর বাংলাদেশের আর্ত-সামাজিক ও পারিবারিক বিপর্যয়ের ভেতর দিয়ে বেড়ে ওঠা। তাঁর অল্প বয়সেই বাবা রেলওয়ে চাকরি থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন এবং মা গৃহিণী। চারবোনের মধ্যে ড. শামীম আরা দ্বিতীয়। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগের পরিচালক হিসেবে কর্মরত আছেন। এক ছেলে, এক মেয়ে, পুত্রবধু, নাতনি ও স্বামী ও মা নিয়ে তার সংসার। ধানমন্ডির চার নম্বরে তাঁর নিবাস। ছোট বয়স থেকেই তাঁর লেখার হাতেখড়ি । নানান উত্থানপতনের ভেতর দিয়ে জীবনের টানাপোড়নে বিচরণ করেছে অনয়াসে। এছাড়া লেখনীর অন্যান্য শাখায়ও তার অনবদ্য যাতায়াত। অবসরে ভ্রমণ ও বাগান তাঁর প্রিয় বিষয়। পৃথিবীর নানান দেশে তাঁর অফিসিয়াল নন-অফিসিয়াল এবং একাডেমিক ভ্ৰমণ অভিজ্ঞতার ফুলঝুড়ি বেশ সমৃদ্ধ। লেখনীর পরতে পরতে সে উচ্ছ্বাস দেখা যায় এবং আগামীতেও দেখা যাবে।
এ পর্যন্ত তাঁর তেইশটি গ্রন্থের মধ্যে দশটি কাব্যগ্রন্থ, বাকীগুলোর মধ্যে উপন্যাস, গল্প, ভ্রমণ, অনুবাদ, শিশু-কিশোর গল্প, ছড়া প্রকাশিত হয়েছে। তার লেখা বই- ভ্রমণ কাহিনী “পাঁচ মিশালি এশিয়া”।

তথ্যসূত্র:  ২০২৩ সালে প্রকাশিত ‘বঙ্গবন্ধু ও ছেলেবেলা স্বাধীনতা’  গ্রন্থ থেকে সংকলিত।