শহীদ আব্দুল জব্বার

প্রথম পাতা » জীবনী » শহীদ আব্দুল জব্বার


 শহীদ আব্দুল জব্বার

ভাষা আন্দোলনের শহীদ আব্দুল জব্বার ছিলেন একজন গ্রামীণ কর্মজীবী। তিনি ১৯১৯ খ্রিস্টাব্দে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাঁচুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি স্থানীয় পাঠশালায় কিছুদিন লেখাপড়া করেছেন। পরে পিতাকে কৃষি কাজে সাহায্য করেছেন। ১৫/১৬ বছর বয়সে একদিন খেয়ালের বসে বাড়িতে কাউকে না বলে তিনি নারায়ণগঞ্জ চলে আসেন। নারায়ণগঞ্জ জাহাজ ঘাটে এক ইংরেজ সাহেবের সান্নিধ্য লাভ করেন। ইংরেজ সাহেবের অনুগ্রহে চাকরি পেয়ে বার্মায় যান। বেশ কিছু দিন সেখানে থাকেন এবং ইংরেজি আয়ত্ত করেন। দশ বারো বছর বার্মায় কাটানোর পরে দেশে প্রত্যাবর্তন করেন। দেশে ফিরে আমেনা খাতুনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাঁদের সংসার আলোকিত করে এক পুত্র সন্তান জন্ম লাভ করে ।
আব্দুল জব্বারের শাশুড়ি ক্যান্সারে আক্রান্ত হলে তাঁর চিকিৎসার জন্য সস্ত্রীক ঢাকায় আসেন। শাশুড়িকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন অর্থাৎ ১৯৫২ খ্রিস্টাব্দের ২১ ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে মেডিক্যাল কলেজের হোস্টেল প্রাঙ্গণে হাজার হাজার সংগ্রামী জনতার সমাবেশ ঘটে। আব্দুল জব্বার সেই সমাবেশে যোগদান করেন। আন্দোলনকারীদের উপর পুলিশ গুলি চালালে তিনি আহত হন। তাঁকে মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ দিন রাতে তিনি মৃত্যু বরণ করেন। মহান রাষ্ট্রভাষা আন্দোলনের শহীদের মধ্যে অন্যতম একজন তিনি। তাঁর একমাত্র সন্তান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। ২০০০ খ্রিস্টাব্দে তাকে একুশে পদক (মরণোত্তর) প্রদান করা হয়।