শহীদ আব্দুস সালাম
প্রথম পাতা » জীবনী » শহীদ আব্দুস সালাম
বাহান্নর ভাষা আন্দোলনের শহীদ আব্দুস সালামের জন্ম ফেনী জেলার লক্ষ্মনপুর গ্রামে। তাঁর পিতার নাম মোহাম্মদ ফাজিল মিয়া। আব্দুস সালাম ছিলেন সরকারের ডিরেক্টর অব ইন্ডাস্ট্রিজ বিভাগের পিয়ন। ঢাকার ৩৬ নীলক্ষেত ব্যারাকে তাঁরা থাকতেন। রাষ্ট্রভাষা আন্দোলনের দিন অর্থাৎ ১৯৫২ খ্রিস্টাব্দের ২১ ফেব্রুয়ারি ঢাকা মেডিক্যাল কলেজের গেটের সামনে তিনি আন্দোলনরত ছাত্র-জনতার সাথে অংশগ্রহণ করেছিলেন। আন্দোলনরত ছাত্র- জনতার উপর পুলিশ গুলি চালালে সেই গুলি তাঁর শরীরে এসে লাগে। এতে তিনি আহত হন মারাত্মকভাবে। তাঁকে মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি হাসপাতালে দেড় মাস চিকিৎসাধীন থাকার পর মৃত্যুবরণ করেন। এই অমর ভাষা শহীদের কবরের কোন চিহ্ন আজ নেই। ২০০০ খ্রিস্টাব্দে তাকে একুশে পদক (মরণোত্তর) প্রদান করা হয় ।