বিপ্লব সাহা

প্রথম পাতা » জীবনী » বিপ্লব সাহা


বিপ্লব সাহা

নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলাধীন ঐতিহ্যবাহী বিশরপাশা গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশব ও কৈশোর কেটেছে হিমালয়ের পাদদেশ ও হাওরসংলগ্ন বিশরপাশা বর্ধিষ্ণু গ্রামে এবং ভাটি বাংলার রাজধানী মোহনগঞ্জে ৷
কলেজ জীবন থেকেই কমার্শিয়াল আর্ট এর শিল্পসত্তায় নিয়োজিত। ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি তার গভীর অনুরাগ; শত ব্যস্ততার মাঝেও সাহিত্যচর্চা চালিয়ে গেছেন নীরবে নিভৃতে। প্রধানত তিনি কবি, গীতিকার এবং সংগঠক। ইতিমধ্যে বিভিন্ন পত্রিকা, ম্যাগাজিন ও সাময়িকীতে কবির লেখা নিয়মিত প্রকাশিত হয়েছে।তার লেখা বই- নষ্ট বীর্যের নিকোটিন।