ড. জামাল নজরুল ইসলাম

প্রথম পাতা » জীবনী » ড. জামাল নজরুল ইসলাম


 ড. জামাল নজরুল ইসলাম
বিজ্ঞানী ও প্রযুক্তিবিদ প্রফেসর ড. জামাল নজরুল ইসলাম ১৯৩৯ খ্রিস্টাব্দের ২৪ ফেব্রুয়ারি ঝিনাইদহে জন্মগ্রহণ করেন। তিনি কলকাতা থেকে বি.এস.সি. (অনার্স) এবং কেমব্রিজ থেকে বি.এ. (অনার্স) ও এম.এ. পাস করেন। ১৯৬৪ খ্রিস্টাব্দে তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত ও তাত্ত্বিক পদার্থবিদ্যা বিভাগ থেকে পিএইচডি এবং ১৯৮২ খ্রিস্টাব্দে একই বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন।ইসলাম আমেরিকার জামাল মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ে ১৯৬৩-৬৫ খ্রিস্টাব্দ পর্যন্ত পোস্ট ডক্টরাল ফেলো হিসেবে কাজ করেন। এছাড়া তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অব টেকনোলজি, ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়, লন্ডনের কিংস কলেজ ও সিটি বিশ্ববিদ্যালয়ে গবেষণাকর্ম সম্পাদন করেন। তিনি জাপান, ফ্রান্স, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও বিজ্ঞান গবেষণা সংস্থায় ভিজিটিং ফেলো, প্রফেসর, স্কলার ও বিজ্ঞানী হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে মেধা ও প্রজ্ঞার স্বাক্ষর রাখেন। বর্তমানে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘রিসার্চ সেন্টার ফর ম্যাথমেটিক্যাল অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেস-এর অধ্যাপক ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর গবেষণার ক্ষেত্র হল: কোয়ান্টাম ফিল্ড দিওরি, জেনারেল রিলেটিভিটি এবং কসমোলজি। জাতীয় ও আন্তর্জাতিক গবেষণা-জার্নালে জামাল নজরুল ইসলামের অসংখ্য প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি বহু গ্ররেও প্রণেতা। তাঁর রচিত কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ দি আলটিমেট ফেট অব দি ইউনিভার্স (ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস, ১৯৮৩), রোটেটিং ফিল্ডস ইন জেনারেল রিলেটিভিটি (কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস, ১৯৮৫), অব দি ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ম্যাথমেটিকাল ফিজিক্স (ইউনিভার্সিটি অব চিটাগাং, সম্পাদক) ও ইনট্রোডাকশন টু ম্যাথমেটিক্যাল কসমোপঞ্জি (কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস, ১৯৯২)। বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে অবদানের জন্য জামাল নজরুল ইসলাম ১৯৮৬ খ্রিস্টাব্দে বাংলাদেশ অ্যাকাডেমি অব সায়েন্সের ফর ফিজিক্যাল সায়েন্স থেকে স্বর্ণপদক, কাজী মাহবুব উল্লাহ জনকল্যাণ ট্রাস্ট পুরস্কার ২০০০ এবং হালিমা শরফুদ্দিন পুরস্কার (যৌথ) ২০০০ লাভ করেন। বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রফেসর ড. জামাল নজরুল ইসলামকে ‘একুশে পদক-২০০০’ প্রদান করা হয়। ২০১২ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন।