সুশান্ত হালদার

প্রথম পাতা » জীবনী » সুশান্ত হালদার


 সুশান্ত হালদার

কবি সুশান্ত হালদার, জন্ম: ১০ জানুয়ারি ১৯৭৪। মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার সুতালড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা: বীর মুক্তিযোদ্ধা স্বর্গীয় সুবল চন্দ্র হালদার। মাতা: বিমলা রানী হালদার। পদ্মার পাড়ের ছেলে হয়ে ভাঙা গড়ার সাথে নিবিড়ভাবে জীবনের চাওয়া না পাওয়ার বেদনা অনুভব করেছেন। একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হয়ে নিজেকে একাত্তরের চেনতায় উদ্বুদ্ধ করে শাণিত কলমে মানবতাবোধ অসাম্প্রদায়িক চেতনায় ঘুণে ধরা সমাজের অবক্ষয়, শোষক ও শাসকের বিরুদ্ধে খোলা কলমে দেশ প্রেম, মানব প্রেম ও প্রকৃতি প্রেমের কথা উচ্চারণ করেছেন। ইতোমধ্যে তার সাতটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। ‘নীলার জন্য নীল খাম’ তার একটি কবিতার বই। সদালাপী এই কবি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বঞ্ছিত মানুষের কথা বারবার তার লেখনিতে তুলে ধরেছেন। তিনি লাল সবুজের পতাকা আঁকড়েই চির সবুজ এই বাংলায় বেঁচে থাকতে চান ৷