শওকত আলী

প্রথম পাতা » জীবনী » শওকত আলী


শওকত আলী
ভাষাসৈনিক ও রাজনীতিক

৫২’র ভাষা আন্দোলনে যাঁরা অগ্রণী ভূমিকা রেখেছেন, শওকত আলী তাঁদের মধ্যে অগ্রভাগের একজন। তিনি ১৯১৮ খ্রিস্টাব্দের ২০ এপ্রিল ঢাকায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা সমশের আলী, মাতা মেহেরুননেছা খানম। শওকত আলীর প্রাথমিক শিক্ষা শুরু ঢাকার সেন্ট গ্রেগরি স্কুলে । তিনি গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল থেকে মাধ্যমিক এবং জগন্নাথ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও স্নাতক ডিগ্রি অর্জন করেন।
ভাষা আন্দোলনের শুরু থেকেই তিনি সংগ্রাম পরিষদের কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন ও নেতৃত্ব দেন। তাঁর মোগলটুলিস্থ
বাসস্থানটি ছিল ভাষা আন্দোলন, স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলনের কর্মীবাহিনীর মিলনক্ষেত্র। ভাষা আন্দোলন থেকে উদ্ভুত ও হরতালের সময় শওকত আলী পুলিশের এস.পি. ছালাম ও আইজি জাকির হোসেনের গাড়ির গতিরোধ করে আহত এবং গ্রেফতার হন ।
১৯৪৭ খ্রিস্টাব্দের প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, ১৯৪৮ খ্রিস্টাব্দের দ্বিতীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ এবং ১৯৫২ খ্রিস্টাব্দের সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ছিলেন তিনি। ভাষা আন্দোলনে নেতৃত্বদানের অপরাধে শওকত আলী ১৯৫২ খ্রিস্টাব্দের ২ মার্চ গ্রেফতার হন এবং দীর্ঘদিন জেলে আটক থেকে নির্যাতন ভোগ করেন। ভাষা- আন্দোলনে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ শওকত আলী-কে ‘একুশে পদক-২০১১’ মরণোত্তর প্রদান করা হয় ।