অরণ্য আপন (aronno apon)
প্রথম পাতা » জীবনী » অরণ্য আপন (aronno apon)
অরণ্য আপন জন্মেছেন ১৯৯৩ সালের ২৭ ফেব্রুয়ারি সদর বগুড়ার খামারকান্দি গ্রামে। বাবা বেলাল মন্ডল, মা রাহেলা মন্ডল। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাজীবন সম্পন্ন করেছেন বগুড়ায়। স্নাতক ও স্নাতকোত্তর করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে।
লেখকের বইগুলো-
অন্তঃসারশূন্য (উপন্যাস), নিসর্গের রঙ (উপন্যাস), মৃত্যুনদীর গান (উপন্যাস), ঈশ্বরকে পাইনি তোমাকে পেয়েছি (কাব্যগ্রন্থ), সার্টিফিকেটহীন মানুষ (কাব্যগ্রন্থ), অরিত্রী সিরিজ (কাব্যগ্রন্থ)।
অনুবাদ গ্রন্থ সমূহ
তাওবাতুন নাসুহ (উপন্যাস), সূর্যমুখী (গল্পগ্রন্থ, মূলঃ শাম বারিকপুরী), ম্যান উইদাউট উইম্যান (গল্পগ্রন্থ, মূলঃ হারুকি মুরাকামি), পরম্পরা (গল্পগ্রন্থ, উর্দুভাষা থেকে), ডেড সিম্পলি (থ্রিলার উপন্যাস, মূলঃ পিটার জেমস), আই হার্ড গড লাফিং (কাব্যগ্রন্থ, মূলঃ হাফিজ), দীর্ঘবাহু গাছ (অনুবাদ কাব্যগ্রন্থ, মূলঃ আল্লামা ইকবাল), হোয়ার লাভ ইজ, দেয়ার গড ইজ অলসো (গল্প, মূলঃ লিও টলস্টয়), গালিবের কবিতা (কাব্যগ্রন্থ, মূলঃ মির্জা গালিব), এ শহরে কান্না প্রধান সত্য (কাব্যগ্রন্থ, মূলঃ মাহমুদ দারবিশ), নিঃশ্বাসের পয়গাম (কাব্যগ্রন্থ, মূলঃ আহমদ ফারাজ), রিচ ড্যাড পুওর ড্যাড (মোটিভেশনাল বই, মূলঃ রবার্ট টি কিয়োসাকি)।
তথ্যসূত্র: ২০১৯ সালে প্রকাশিত ‘তোমাকে দেখার চোখ নেই’ গ্রন্থ থেকে সংকলিত।