আফরোজা বেগম

প্রথম পাতা » জীবনী » আফরোজা বেগম


 আফরোজা বেগম

কবি ও লেখিকা আফরোজা বেগম জামালপুর জেলার স্টেশন রোডে অবস্থিত এক সম্ভ্রান্ত ধর্মপ্রাণ মুসলিম শিক্ষিত পরিবারে ১৯৬৪ সালের ২ নভেম্বর জন্মগ্রহণ করেন ।
আইনজীবী পিতা মরহুম বছির উদ্দিনের দশ সন্তানের মধ্যে লেখিকা সর্বকনিষ্ঠা। মাতা মরহুমা শামছুন্নাহার ছিলেন কবি ও সুলেখিকা। দিঘপাইত ডিকে বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক, সরকারি জাহেদা সফির মহিলা কলেজ থেকে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক, সরকারি আশেক মাহমুদ বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক এবং ময়মনসিংহ সরকারি আইন কলেজ থেকে এলএলবি ডিগ্রী অর্জন করেন। শিক্ষকতা পেশা দিয়ে কর্মজীবনের সূচনা। রাজশাহী নিবাসী মরহুম হাজী আ. রউফ (অব. পুলিশ সুপার)-এর পুত্র মেধাবী প্রকৌশলী মো. রফিকুল আজিজ বাবুর সঙ্গে ১৯৯১ সালের ১১ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিবাহিত জীবনে এক কন্যা রিদওয়ানা নাসরিন রৌশনী। ২০১৮ সালের ২৭ জুন হৃদরোগে স্বামীর আকস্মিক মৃত্যুতে লেখিকার জীবনে নেমে আসে অকাল বৈধব্য । হাস্যোজ্জ্বল সদালাপী এই লেখিকা কবিতা ও বিভিন্ন বিষয়ে লেখালেখি এবং বই পড়তে ও বাগান পরিচর্যা করতে ভালবাসেন।তার বই-বিমূর্ত সঙ্গলাপে নির্মাল্য যুগল।