মাসুমা মিম
প্রথম পাতা » জীবনী » মাসুমা মিম
জন্ম যশোর শহরের লোন অফিস পাড়ায়। বাবা জনাব মাহফুজ ছিলেন একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। কিন্তু লেখালেখিতে ছিলো মা মঞ্জুরা রহমানের তীব্র অনুপ্রেরণা ।
১৯৯০ সালে ছোটগল্পের মাধ্যমে লেখা শুরু করলেও প্রথম প্রকাশিত বইটি উপন্যাস। ১৯৯৫ সাল থেকে লিখে চলেছেন একটানা ।
প্রকাশিত বইয়ের সংখ্যা ২৩টি। উপন্যাসের পাশাপাশি লিখে চলেছেন শিশুতোষ গ্রন্থ । বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য ২০১৪ সালে পেয়েছেন শেকড়ের সন্ধানে সাহিত্য পুরস্কার। ২০১৬ সালে পেয়েছেন কপোতাক্ষ সাহিত্য পুরস্কার। ২০১৭ সালে পেয়েছেন মাওলানা ভাসানী পিস এওয়ার্ড। ২০১৮ সালে নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশীপ এওয়ার্ড ও ২০১৯
সালে শেরে বাংলা এ কে ফজলুল হক স্মৃতি সম্মাননা ।বর্তমানে তিনি সামাদ মেমোরিয়াল চাইল্ড লার্নিং হোমস নামে একটি কিন্ডারগার্টেন স্কুলে অধ্যক্ষ হিসাবে নিয়োজিত আছেন। সম্পাদনা করছেন জাগ্রত প্রতিভা নামে একটি সাহিত্য সংকলন।তার লেখা বই- একুশ বছর পর।