মোনালিসা রেহমান (monalisa rehman)
প্রথম পাতা » জীবনী » মোনালিসা রেহমান (monalisa rehman)
মোনালিসা রেহমান ১৯৭৭ সালের ৩১ শে মে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মোনালিসার পিতামাতা দু’জনই হাইস্কুলের শিক্ষক ছিলেন।
ছোটবেলা থেকে তার সঙ্গীত আর নাচের প্রতি প্রবল ঝোঁক ছিলো। কিন্তু মুসলিম পরিবারের রক্ষণশীলতা তার স্বপ্নপূরণে বাঁধা হয়ে দাঁড়ায়। ছাত্রী জীবন থেকে তার লেখালেখি শুরু। ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করার পর বিএড করেন। ২০০৭ সাল থেকে পশ্চিমবঙ্গের নয়নসুখ এল এন এস এম হাইস্কুলে সহকারী শিক্ষিকা হিসেবে চাকরি শুরু করেন মোনালিসা রেহমান। অনেক পত্রপত্রিকায় লিখেছেন। তিনি বাংলা ও ইংরেজি উভয় ভাষাতেই কবিতা লেখার পারদর্শিতা দেখিয়েছেন। ইতিমধ্যে তার একটি কাব্যগ্রন্থ ‘মোম জ্বলতে জ্বলতে’ প্রকাশিত হয়েছে । এখন লেখালেখির পাশাপাশি ‘অচেনা অক্ষর’ নামে একটি মননশীল পত্রিকার সম্পাদনার কাজ করছেন।
তথ্যসূত্র: ২০১৭ সালে প্রকাশিত ‘ভালোবাসার সাতকাহন’ গ্রন্থ থেকে সংকলিত।