অধ্যাপক মজিবর রহমান দেবদাস

প্রথম পাতা » জীবনী » অধ্যাপক মজিবর রহমান দেবদাস


অধ্যাপক মজিবর রহমান দেবদাস

মুক্তিযোদ্ধা
১ জানুযারী ১৯৩০ জন্মগ্রহণ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক ছিলেন মজিবর রহমান। মুক্তিযুদ্ধের সূচনালগ্নে পাকিস্তানি বাহিনী ও তাদের দোসরদের গণহত্যা, ধর্ষণ, নির্মমতা ও নিষ্ঠুরতা দেখে তিনি অস্থির হয়ে ওঠেন। নিজ ধর্মের মানুষের ওপর পাকিস্তানি বাহিনীর নির্মমতা দেখে প্রতিবাদস্বরূপ তিনি ‘দেবদাস’ নাম ধারণ করেন। বিশ্ববিদ্যালয়ের পবিত্রতা নষ্ট করা, বিশ্ববিদ্যালয়কে সেনাক্যাম্পে পরিণত করা এবং দেশে হানাদার বাহিনীর গণহত্যা ও ধ্বংসযজ্ঞের কথা উল্লেখ করে ১৯৭১ খ্রিস্টাব্দের ১০ মে তিনি দেবদাস নামে ইংরেজিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে একটি প্রতিবাদপত্র দেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তৎক্ষণাৎ তাঁকে আটক করে জোহা হলের সেনাক্যাম্পে পাঠানো হয় ৷
রাজশাহী, পাবনা ও নাটোরে বিভিন্ন কনসেনট্রেশন ক্যাম্পে প্রায় চার মাস তাঁর ওপর অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। দেশ স্বাধীন হবার পর ১৯৭২ খ্রিস্টাব্দের ১ জুলাই তারিখে দেবদাস নামে চিঠি দিয়ে অধ্যাপক মজিবর রহমান পুনরায় বিশ্ববিদ্যালয়ের কাজে যোগ দেন। নাম পরিবর্তনের জটিলতায় দীর্ঘদিন তাঁর বেতন বন্ধ থাকে। একপর্যায়ে ক্ষুব্ধ, বীতশ্রদ্ধ, অভিমানী দেবদাস তাঁর পদত্যাগপত্র জমা দেন। ৭১-এ পাশবিক, শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার দেবদাস ক্রমান্বয়ে জীবনের স্বাভাবিকতা হারিয়ে ফেলেন। তিনি ২০২০ - ১৮ মে - মৃত্যুবরণ করেন। মুক্তিযুদ্ধে গৌরবজনক অবদানের স্বীকৃতিস্বরূপ অধ্যাপক মজিবর রহমান দেবদাসকে ২০১৫ খ্রিস্টাব্দের ‘একুশে পদক’-এ ভূষিত করা হয় ।