আব্দুর রহমান বয়াতি

প্রথম পাতা » জীবনী » আব্দুর রহমান বয়াতি


আব্দুর রহমান বয়াতি
কণ্ঠশিল্পী
দেশের লোকসঙ্গীতের ক্ষেত্রে এক জনপ্রিয় নাম আব্দুর রহমান বয়াতি। গায়ক হিসাবে সমধিক পরিচিত হলেও তিনি ছিলেন একাধারে কবি, গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক। ছোটবেলা থেকে গান করলেও তিনি পেশাদার শিল্পী হিসাবে কাজ শুরু করেন ১৯৫৬ খ্রিস্টাব্দে। লোকগানের মাধ্যমে ক্রমান্বয়ে তিনি সর্বমহলে পরিচিতি লাভ করেন।
দীর্ঘ সঙ্গীতজীবনে আব্দুর রহমান বয়াতির পাঁচ শতাধিক অডিও সিডি, পাঁচটি অ্যালবাম ও তিনটি ভিডিও অ্যালবাম প্রকাশিত হয়েছে। সঙ্গীতে অবদানের জন্য তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক প্রদত্ত গুণীজন সংবর্ধনা- ২০০৬, নজরুল একাডেমি সম্মাননা-২০০৪ এবং সিটিসেল চ্যানেল আই অ্যাওয়ার্ডসহ বহু পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। শিল্পকলায় গৌরবজনক অবদানের স্বীকৃতিস্বরূপ আব্দুর রহমান বয়াতিকে ২০১৫ খ্রিস্টাব্দের ‘একুশে পদক’ (মরণোত্তর)-এ ভূষিত করা হয়।