এটিএম শামসুজ্জামান

প্রথম পাতা » জীবনী » এটিএম শামসুজ্জামান


এটিএম শামসুজ্জামান
নাট্য ও চলচ্চিত্র শিল্পী
এটিএম শামসুজ্জামান দেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা, পরিচালক, কাহনিকার, চিত্রনাট্যকার, সংলাপ রচয়িতা ও গল্পকার। জন্ম ১০ সেপ্টেম্বর ১৯৪১ । ১৯৬১ খ্রিস্টাব্দে কলকাতায় উদয়ন চৌধুরী কর্তৃক পরিচালিত ‘মানুষের ভগবান’ চলচ্চিত্রে সহকারী পরিচালক এটিএম শামসুজ্জামানের চলচ্চিত্র জীবনের সূচনা। অভিনয় জীবনের শুরুতে তিনি টিভিনাটক ও মঞ্চনাটকে অভিনয় করেন ।
অভিনেতা হিসেবে চলচ্চিত্রপর্দায় চলচ্চিত্রপর্দায় এটিএম
শামসুজ্জামানের আগমন ১৯৬৫ খ্রিস্টাব্দে। তিনি এ পর্যন্ত অর্ধশতাধিক চিত্রনাট্য ও কাহিনি রচনা করেছেন। তিনি চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন এবং ১৯৮৭ খ্রিস্টাব্দে শ্রেষ্ঠ অভিনেতা নির্বাচিত হন।
শিল্পকলায় গৌরবজনক অবদানের স্বীকৃতিস্বরূপ এটিএম শামসুজ্জামানকে ২০১৫ খ্রিস্টাব্দের ‘একুশে পদক’-এ ভূষিত করা হয়। ২০ ফেব্রুয়ারী ২০২১ মৃত্যুবরণ করেন।