কাজী জহিরুল ইসলাম (kazi johirul islam)

প্রথম পাতা » জীবনী » কাজী জহিরুল ইসলাম (kazi johirul islam)


 কাজী জহিরুল ইসলাম

 কাজী জহিরুল ইসলাম  ১৯৬৮ সালের ১০ ফেব্রুয়ারী ব্রাহ্মণবাড়ীয়ায় জন্মগ্রহন করেন। তিনি এক বিশ্ব বিচরণশীল মানুষ, কবি, কথাশিল্পী। তিনি আশির দশকের লেখক দেশের প্রায় সব পত্র পত্রিকায় নিয়মিত গল্প, কবিতা, ভ্রমনকাহিনী এবং প্রবন্ধ লিখে থাকেন। কাব্যসাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘কবি জসীম উদ্দীন পুরস্কার ১৪০৬’ এ ভূষিত। বর্তমানে জাতিসংঘের একজন আন্তর্জাতিক কর্মকর্তা হিসাবে আইভরি কোষ্টে কর্মরত।
আন্তর্জালের একজন নিয়মিত লেখক। তাঁর সম্পর্কে সব্যসাচী লেখক আবদুল মান্নান সৈয়দ লিখেছেন, ‘ক্রোধ আছে- কিন্তু তার চেয়ে ভালোবাসা-স্বপ্ন-তৃষ্ণা প্রবলতর অর্থাৎ জিজীবিষা আর ইতিবাচকতা। কাজী জহিরুল ইসলাম শেষ পর্যন্ত সপ্রেম দৃষ্টিতেই তাকিয়েছেন জীবন ও পৃথিবীর দিকে, ভালোবাসাতেই সিক্ত করেছেন মরুভূমির আতপ্ত হৃদয়’। কাজী জহিরুল ইসলামের রচনাশৈলী ও তার ব্যক্তিত্বে মুগ্ধ কবি আল মাহমুদ ২০০৬ সালে আবারো এক দীর্ঘ প্রবন্ধ লিখেন। তিনি বলেন ‘তার কবিতা, প্রবন্ধ ভ্রমণবৃত্তান্ত, আন্তর্জাতিক চাকুরী সব মিলিয়ে একটা মোহ সৃষ্টিকারী মানুষ। তার হাতে যে কবিতা খুলছে সেটা বাংলাভাষার সর্বশেষ আধুনিক স্তর ।তার লেখা বই- জানা-অজানা আফ্রিকা।

তথ্যসূত্র: ২০০৮ সালে প্রকাশিত জানা-অজানা আফ্রিকা  গ্রন্থ থেকে সংকলিত।