শিউলী সরকার (sheuly sharkar)

প্রথম পাতা » জীবনী » শিউলী সরকার (sheuly sharkar)


 শিউলী সরকার

 শিউলী সরকার  জন্মগ্রহণ করেছেন জামালপুর জেলার সরিষাবাড়িতে। বাবা মৃত আবুল হোসেন সরকার ও মা ফিরোজা বেগমের আট ভাই বোনের মধ্যে সে ৬ষ্ঠ। শিক্ষাগত যোগ্যতা এসএসসি ১৯৮৪ সরিষাবাড়ি পাইলট গার্লস স্কুল এন্ড কলেজ থেকে, সরিষাবাড়ি অনার্স কলেজে ১৯৮৬ তে এইচএসসি সম্পন্ন করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিনে উনি স্নাতক ডিগ্রি অর্জন করেছেন ১৯৮৮ তে। ২০০৩ এ প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হওয়ার মাধ্যমে তিনি আত্মপ্রকাশ করেন। পরবর্তীতে ব্যক্তিগত ব্যস্ততার কারণে তিনি আর বই প্রকাশে নিয়মিত হতে পারেননি।
২০২০ একুশে গ্রন্থমেলায় তার দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘উড়ে গেছে শঙ্খচিল’ ও তৃতীয় কাব্যগ্রন্থ “স্বাধীনতা তুমি বঙ্গবন্ধু” প্রকাশিত হয়। তিনি সরকারি কর্মকর্তা মো. নাছিরুল ইসলাম চৌধুরীর গৃহিনী হিসেবে ঊনত্রিশ বছর সংসার জীবন পার করছেন। তার এক ছেলে দীপ ও এক মেয়ে নওশীনকে নিয়ে তার পারিবারিক জীবন অতিবাহিত করছেন।বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন।

তথ্যসূত্র: ২০২০ সালে প্রকাশিত “স্বাধীনতা তুমি বঙ্গবন্ধু  গ্রন্থ থেকে সংকলিত।