সনৎ কুমার সাহা
প্রথম পাতা » জীবনী » সনৎ কুমার সাহা
শিক্ষক ও গবেষক
অধ্যাপক সনৎ কুমার সাহা দেশের একজন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সাহিত্যিক। ইংরেজি এবং বাংলা ভাষায় অর্থনীতি বিষয়ে তাঁর অনেক নিবন্ধ প্রকাশিত হয়েছে। সংস্কৃত, বাংলা এবং ইংরেজি সাহিত্যে তাঁর অগাধ ব্যুৎপত্তি রয়েছে। কালিদাস ও রবীন্দ্রনাথসহ দেশি-বিদেশি বিশিষ্ট লেখকদের সম্পর্কে তিনি অনেক প্রবন্ধ রচনা করেছেন। তাঁর ভাষাশৈলী অত্যন্ত প্রাঞ্জল ও পাঠকপ্রিয়। বিষয়ের দুরূহতা অতিক্রম করে তিনি সহজ-সরল ভাষায় নিজের বক্তব্য প্রকাশ করতে পারেন। এ পর্যন্ত সনৎ কুমার সাহার ন’টি প্রবন্ধের বই প্রকাশ পেয়েছে। বাংলাদেশ অর্থনীতি সমিতি অর্থনীতিতে বিশেষ অবদানের জন্য তাঁকে ২০০৭ খ্রিস্টাব্দে স্বর্ণপদক এবং বাংলা একাডেমি প্রবন্ধের জন্য ২০১২ খ্রিস্টাব্দে সাহিত্য পুরস্কার দিয়ে সম্মানিত করেছে। শিক্ষায় গৌরবজনক অবদানের স্বীকৃতিস্বরূপ সনৎ কুমার সাহাকে ২০১৫ খ্রিস্টাব্দের ‘একুশে পদক’-এ ভূষিত করা হয় ।