আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া

প্রথম পাতা » জীবনী » আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া


ফাইল ছবি
শিক্ষক ও গবেষক
আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া পেশাগত জীবনে একজন সরকারি কর্মকর্তা। তিনি গভীর অধ্যবসায়ের সঙ্গে দেশের প্রত্নসম্পদের সংরক্ষণ ও সংগ্রহ এবং এ সংক্রান্ত গবেষণা ও প্রকাশনা কার্যক্রম পরিচালনা করেছেন। স্থাবর পুরাকীর্তির অবস্থান সনাক্তকরণ এবং স্থানীয় সুধীসমাজকে সংগঠিত করে সাংস্কৃতিক সম্পদ সংরক্ষণের কাজে তিনি নিজেকে নিয়োজিত রেখেছেন। বিপুল সংখ্যক দুর্লভ দেশি-বিদেশি পাণ্ডুলিপির অনুবাদ ও সম্পাদনা করেছেন।
নৃ-তত্ত্ব, মুদ্রাতত্ত্ব, মূর্তিতত্ত্ব, মধ্যযুগের বাংলা সাহিত্যের দুর্লভ পাণ্ডুলিপি ও ফার্সি পাণ্ডুলিপি সংগ্রহ এবং সেগুলির অনুবাদ করে আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া বাংলাদেশের ইতিহাস, প্রত্নতত্ত্ব বিষয়ক গবেষণা ও প্রকাশনার অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছেন। মাঠ পর্যায়ে তাঁর গবেষণা ও অনুসন্ধানকার্যক্রমের ফলে সীতাকোট বিহার, উয়ারী-বটেশ্বর, ভিতরগড় ও জগদ্দল বিহারে প্রত্নতাত্ত্বিক খনন পরিচালিত হচ্ছে। প্রত্নসম্পদ সংক্রান্ত বিষয়ে তাঁর উল্লেখযোগ্য সংখ্যক বই প্রকাশিত হয়েছে। তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, এশিয়াটিক সোসাইটি প্রদত্ত গোল্ড মেডেলসহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন ।
গবেষণায় গৌরবজনক অবদানের স্বীকৃতিস্বরূপ আবুল কালাম মোহাম্মদ যাকারিয়াকে ২০১৫ খ্রিস্টাব্দের ‘একুশে পদক’-এ ভূষিত করা হয়।