ফরিদুর রেজা সাগর

প্রথম পাতা » জীবনী » ফরিদুর রেজা সাগর


ফরিদুর রেজা সাগর


গণমাধ্যমক কর্মী

ফরিদুর রেজা সাগর এদেশের টেলিভিশন তথা গণমাধ্যমের অন্যতম কৃতী ব্যক্তিত্ব। বাংলাদেশে টেলিভিশন চালু হওয়ার পর এ মাধ্যম যাদের জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত হয়েছে, তিনি তাঁদের অন্যতম । ছোটবেলা থেকেই তিনি টেলিভিশনের সৃজনশীল নানা অনুষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। ক্যামেরার পেছনে ও সামনে বিভিন্ন দায়িত্ব পালনের মধ্যে দিয়ে তিনি দর্শকদেরকে উ পহার দিয়েছেন বহু নতুন সৃষ্টি। টেলিভিশনকে জনকল্যাণমুখী গণমাধ্যম হিসেবে গড়ে তোলায়ও তিনি উল্লেখযোগ্য অবদান রেখেছেন ।
বাংলাদেশ টেলিভিশনের দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি ও তাঁর ঘনিষ্ঠ সহকর্মীরা গড়ে তোলেন টেলিভিশন সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম এবং টিজিটাল স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল আই’ । এ সকল প্রতিষ্ঠানের মাধ্যমে ফরিদুর রেজা সাগর মুক্তিযুদ্ধের চেতনায় বিকাশ, দেশজ সংস্কৃতির লালন এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রেখে চলেছেন ।
তাঁর প্রযোজনায় এ যাবৎ শতাধিক চলচ্চিত্র নির্মিত হয়েছে। এগুলোর মধ্যে অর্ধশতাধিক চলচ্চিত্র জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছে।
‘একজীবনে টেলিভিশন’, ‘টেলিভিশন আরেক জীবনে’, ও ‘বাংলা টেলিভিশনে পঞ্চাশ বছর’ প্রভৃতি গণমাধ্যম সংক্রান্ত বিষয়ে ফরিদুর রেজা সাগরের উল্লেখযোগ্য রচনা। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১২০-এর বেশি। তিনি শিশু সাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার ও অগ্রণী ব্যাংক সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন।
গণমাধ্যমের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ফরিদুর রেজা সাগরকে ২০১৫ খ্রিস্টাব্দের ‘একুশে পদক’-এ ভূষিত করা হয় ।