অধ্যাপক ড. অরূপ রতন চৌধুরী
প্রথম পাতা » জীবনী » অধ্যাপক ড. অরূপ রতন চৌধুরী
সমাজসেবক
ড. অরূপ রতন চৌধুরী মহান মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতারে শব্দসৈনিক হিসাবে কাজ করেন। তিনি ধূমপান ও মাদক বিরোধী আন্দোলনে এবং স্বাস্থ্যসম্মত জীবনব্যবস্থার উন্নয়নে দীর্ঘ ৩৫ বছর যাবৎ সক্রিয় রয়েছেন। বাংলাদেশ তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
একজন ডেন্টাল সার্জন হিসাবে অধ্যাপক অরূপ রতন চৌধুরী পুস্তক প্রকাশনা, পত্রপত্রিকায় লেখালেখি এবং বিভিন্ন রোগ প্রতিরোধের বিষয়ে
প্রচার মাধ্যমে অনুষ্ঠান নির্মাণের মাধ্যমে মুখ ও দাঁতের যত্ন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। ডায়াবেটিস ও মুখের রোগ নিয়ে তাঁর গবেষণার ফলাফল এ যাবৎ ৩৯টি আন্তর্জাতিক সম্মিলনে উপস্থাপিত হয়েছে। অরূপ রতন চৌধুরী একজন সংস্কৃতিমনা ব্যক্তি । তিনি বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নিয়মিত রবীন্দ্রসঙ্গীত শিল্পী। তিনি বিশ্বস্বাস্থ্য সংস্থা প্রদত্ত Tobacco or Health মেডেল ছাড়াও বাচসাস পুরস্কার, মাদার তেরেসা স্বর্ণপদক এবং অতীশ দীপঙ্কর স্বর্ণপদক লাভ করেছেন।
সমাজসেবায় গৌরবজনক অবদানের স্বীকৃতিস্বরূপ অধ্যাপক ড. অরূপ রতন চৌধুরীকে ২০১৫ খ্রিস্টাব্দের ‘একুশে পদক’- এ ভূষিত করা হয় ৷