শিল্পী শামীম আরা নীপা

প্রথম পাতা » জীবনী » শিল্পী শামীম আরা নীপা


শিল্পী শামীম আরা নীপা
খ্যাতিমান নৃত্যশিল্পী
শামীম আরা নীপা দেশের একজন বিশিষ্ট নৃত্য পরিচালক ও নৃত্যশিল্পী । জন্ম কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। পিতা ডা. আব্দুল কুদ্দুস ছিলেন শিক্ষানুরাগী সমাজসেবক বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। মাতা রাশিদা আক্তার সুগৃহিণী।
গত শতকের আশির দশক থেকে এদেশের লোক ও সৃজনশীল নৃত্যে তিনি একটি নতুন ধারার প্রবর্তন করেন। এদেশের লোকনৃত্যের স্বকীয় উপস্থাপনা দেশ-বিদেশে একটি মৌলিক ভূমিকা রেখেছে। তিনি গণচীনে নৃত্যের কোরিওগ্রাফির ওপর এক বছর মেয়াদী প্রশিক্ষণ গ্রহণ করেন। বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অনুষ্ঠান ও ৫০টিরও অধিক দেশে বাংলার মৌলিক ধারার নৃত্যকে উপস্থাপন, পরিচালনা ও পরিবেশ করেছেন। তিনি এ যাবৎ প্রায় পনেরোটি নৃত্যনাট্য ও দুশর অধিক খণ্ড নৃত্য সফলতার সঙ্গে পরিচালনার মাধ্যমে নিজেকে একজন সফল নৃত্য পরিচালক হিসেবে সর্বজন কর্তৃক প্রশংসিত হয়েছেন। তিনি মেরিল প্রথম আলো পুরস্কার, লাক্স চ্যানেল আই আজীবন সম্মাননা, আমেরিার জর্জ হ্যারিসন পুরস্কারসহ বেশ কিছু পুরস্কারে ভূষিত হয়েছেন।
শিল্পকলা-নৃত্যে গৌরবজনক অবদানের স্বীকৃতিস্বরূপ শিল্পী শামীম আরা নীপাকে ২০১৭ খ্রিস্টাব্দের ‘একুশে পদক’-এ ভূষিত করা হয় ।