কেয়া তালুকদার ( keya talukder)

প্রথম পাতা » জীবনী » কেয়া তালুকদার ( keya talukder)


কেয়া তালুকদার

কেয়া তালুকদার     জন্ম রংপুর জেলায়। প্রথমে তিনি কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে প্রাণিবিদ্যায় অনার্স ও মাষ্টার্স সমাপ্ত করেন। এরপর ঢাকার বাংলাদেশ ইনষ্টিটিউট অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট থেকে মাষ্টার্স অফ বিজনেস এ্যাডমিনিসট্রেশন করেন। তারপর কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে মাষ্টার্স অফ ডেভেলপমেন্ট ষ্টাডিস সম্পন্ন করে। বাবা-মা দুজনই পরলোকগমন করেছেন। উনার দুই ভাই, আর বোনের মধ্যে একা। তার স্বামী ব্যবসায়ী এবং একটা মাত্র কন্যা আছে। তিনি ১৫ বছর ধরে বিভিন্ন আন্তর্জাতিক বেসরকারী সংস্থায় চাকরি করে আসছেন। বর্তমানে তিনি ফ্রিল্যান্স কনসালটেন্ট হিসাবে কাজ করছেন। ২০১৫ সাল থেকে তিনি লেখা শুরু করেছে। ‘পূর্ণতা ফিরে এসো’ তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ’। বিশেষ করে তিনি নারীর সামাজিক প্রেক্ষাপট ও বিভিন্ন বিষয়ে প্রবন্ধ ও ছোট গল্প পত্রিকায় লিখেন ।

তথ্যসূত্র:  ২০১৭ সালে প্রকাশিত ছায়ামানব  গ্রন্থ থেকে সংকলিত।