চিন্ময় রায় চৌধুরী ( chennoy ray choudury)

প্রথম পাতা » জীবনী » চিন্ময় রায় চৌধুরী ( chennoy ray choudury)


চিন্ময় রায় চৌধুরী

 চিন্ময় রায় চৌধুরী   যুক্তরাষ্ট্র প্রবাসী একজন বাংলাদেশী। ছোটবেলা থেকে বাংলা গান-কবিতা ও ছড়ার প্রতি তার-বিশেষ কৌতূহল ও অনুরাগ সৃষ্টি হয়। পূণ্যের পবিত্র “তীর্থ বিল বরষার” এমনি এক বিলের একটি ঐতিহ্যশালী এবং প্রভাবশালী পরিবারে তার জন্ম হয়। বাংলার পানা জল, খাস, গাছ, বিল বাওর, নদী, খাল এবং এসবের মুগ্ধ করা সৌন্দর্য্য এবং ধ্বংসকারী রূঢ় বাস্তবতা তার বেড়ে ওঠার ঘনিষ্টতম সহচর । ডাহুক-বক, দোয়েল, কোকিল, মাছরাঙ্গা ইত্যাদি হরেক রকম পাখীদের কল কাকলিতে গ্রাম বাংলার যে অমৃতময় পরিমণ্ডল তা তাকে প্রভাবিত কোরে, প্রাণে সঙ্গীতের প্রতি আকর্ষণ সৃষ্টি করেছে। কলমি, কচুরী, শাপলা সাথে নাম না জানা আরো হাজার বনফুলের সীমাহীন সম্ভার তার হৃদয়ে মৌলিক সৌন্দর্যের রূপও শোভা নির্ণয়ে স্থায়ী প্রভাব বিস্তার করেছে। প্রকৃতির প্রগাঢ় রূপ লাবণ্যে পরিবেষ্টিত বাংলা মায়ের স্নেহাচলে লালিত হয়ে তার মনে বাংলা ভাষা, বাঙ্গালী ও বাংলাদেশের প্রতি সুগভীর আনুগত্য তথা ভালবাসা সৃষ্টি হয়েছে। বরিশাল জেলা উজিরপুর থানার রাজাপুর গ্রামে তার জন্ম ।
চিন্ময় রায় চৌধুরীর এ যাবৎ প্রকাশিত গ্রন্থসমূহের নাম যথাক্রমে ‘ছড়ায় ছড়ায় ঐতিহ্য’ ‘সমাদৃতা’ (কবিতা সংগ্রহ) ‘পরির দেশে ওরা’ (ছোটদের গল্প,) ‘সময়ের সাগর তীরে’ (উপন্যাস) এবং ‘ছড়িয়ে ছড়া ছড়াই আলো’ ইত্যাদি। তার লেখা ও সুর করা গানের তিনটি এ্যালবাম রয়েছে যার নাম যথাক্রমে— ‘একুশ থেকে বিজয়’, ‘স্মৃতির বাগিচায়’ এবং ‘বিধাতার ক্লেশ, শান্তি চাই ‘। চিন্ময় রায় চৌধুরী ১৯৯৫ সালে Famous Poet’s Society Holly-wood থেকে ইংরেজি কবিতায় “Dimond Homer” পুরস্কার লাভ করেছেন । এছাড়া National Library of Poetry Newyork (+ ইংরেজি কবিতা লেখার প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করে পুরস্কৃত হন।

তথ্যসূত্র: .২০১৭  সালে প্রকাশিত শান্তি চাই  গ্রন্থ থেকে সংকলিত।