মোহাম্মদ শাহীন আলম খাঁন ( shahin alom khan)

প্রথম পাতা » জীবনী » মোহাম্মদ শাহীন আলম খাঁন ( shahin alom khan)


মোহাম্মদ শাহীন আলম খাঁন

মোহাম্মদ শাহীন আলম খাঁন

আগুনের ফুল’ উপন্যাসটির রচয়িতা মোহাম্মদ শাহীন আলম খাঁন উদিয়মান এই কবি ও কথা সাহিত্যিক পহেলা ফেব্রুয়ারী ১৯৮৪ সালে যশোর জেলার অন্তর্গত বাঘার পাড়া থানার পাঠান পাইক পাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম, মোঃ আলতাফ হোসেন খাঁন ও মাতা- শাহীদা বেগম। ছোট বেলা থেকেই সাহিত্যের প্রতি প্রবল আকর্ষণে তিনি অসংখ্য কবিতা, গান, ছোট গল্প, প্রবন্ধ ও নাটক সহ বেশ কয়েকটি উপন্যাস লিখেছেন । তার প্রথম কাব্য গ্রন্থ ‘জীবন খেয়া’ মানবতা বাদী, কল্যাণকামী কবিতার জন্য বিশ্ব সাহিত্য কংগ্রেস পুরস্কার ২০১৫ লাভ করেন। তার অপ্রকাশিত রচনার মধ্যে ‘মুক্তিরদর্পন’ কালিমাওয়ালা, আমার প্রিয় মা ‘কান্না আমার শ্রেষ্ঠ সম্পদ’ মায়ের আঁচল।

তথ্যসূত্র: ২০১৬ সালে প্রকাশিত আগুনের ফুল  গ্রন্থ থেকে সংকলিত।