তৌহিদ হোসেন মজুমদার (toyhid hossen mujumder)

প্রথম পাতা » জীবনী » তৌহিদ হোসেন মজুমদার (toyhid hossen mujumder)


তৌহিদ হোসেন মজুমদার

  তৌহিদ হোসেন মজুমদার  ঢাকার নিকেতন নিবাসী তৌহিদ হোসেন মজুমদার জন্মগ্রহণ করেছেন ফেনী জেলার পরশুরাম থানার স্বনামধন্য কহুয়া মজুমদার বাড়িতে, তিন সন্তানের জনক জনাব মজুমদারের সহধর্মিনী ওয়াহিদা আনজুম ও একজন ব্যাংকিং প্রফেশনাল এবং প্রফেশনাল ট্রেইনার।
ঢাকা ক্যান্টনমেন্টের সেনাপল্লী হাই স্কুল থেকে মাধ্যমিক, ঢাকা কলেজ থেকে তিনি উচ্চ মাধ্যমিক ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, মাস্টার্স ও এমবিএ সম্পন্ন করেছেন ঈর্ষণীয় রেজাল্ট করে । তিনি চাকুরী জীবন শুরু করেন ঢাকা কমার্স কলেজের প্রভাষক হিসেবে।
বর্তমানে তিনি একজন ব্যাংকিং প্রফেশনাল, কর্পোরেট ট্রেইনার, এডভাইজার ও বিশ্ববিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক ।
তিনি সাহিত্যে সংগঠন ‘বাংলাদেশ সাহিত্য পরিষদ’ এর সমাজকল্যাণ বিষয়ক পরিচালক সহ বিভিন্ন সামাজিক ও দাতব্য সংগঠনের দায়িত্বে আছেন। তার প্রকাশিত কবিতা (বোধের জমিনে বাঘের থাবা)

তথ্যসূত্র: .২০২০  সালে প্রকাশিত বোধের জমিনে বাঘের থাবা  গ্রন্থ থেকে সংকলিত।