হামিদা আনজুমান(Hamida Anzuman)

প্রথম পাতা » জীবনী » হামিদা আনজুমান(Hamida Anzuman)


 হামিদা আনজুমান

হামিদা আনজুমান এই সময়ের একজন প্রতিভাবান লেখক। সমান দক্ষতায় লিখে চলেছেন ছড়া, কবিতা, গল্প, শিশু-সাহিত্য। বিশেষ আগ্রহ পানতুম কবিতা রচনায়। তার লেখা ছড়া প্রথম প্রকাশিত হয় অষ্টম শ্রেণিতে পড়াকালীন “খোরাক” পত্রিকায়। বর্তমানে বিভিন্ন জাতীয় দৈনিক, অনলাইন ও প্রিন্ট মিডিয়া এবং লিটলম্যাগে প্রতিদিনই প্রকাশিত হচ্ছে তাঁর লেখ। লেখা প্রকাশিত হয়েছে ছড়া, কবিতা, গল্পের বেশ কিছু সংকলনেও। কবির নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়া। তিনি রসায়ন বিষয়ে পড়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। ২৪তম বিসিএস এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে বর্তমানে নরসিংদী সরকারি কলেজে অধ্যাপনা পেশায় নিয়োজিত আছেন। স্বামী চিকিৎসক। দুই সন্তান জিহান, জাইমাকে নিয়ে তার সারাবেলার যত আয়োজন। বই পড়া, গান শোনা, বাগান করা, ছবি তোলা, ভ্রমণ তার শখ।অবসর সময়ে আবৃত্তি করতে ভালোবাসেন আবৃত্তিমেলার সদস্য এই গুণী মানুষটি ।হামিদা আনজুমান ছড়া সাহিত্যে পেয়েছেন বাংলাদেশ নারী লেখক সোসাইটি সম্মাননা ২০১৯।

লেখকের প্রকাশিত অন্যান্য বই-
১. চড়ুইভাতি (শিশুতোষ ছড়া, ২০১৬)
২. বাংলা সাহিত্যে পানতুম কবিতার চর্চা
(যৌথ, ২০১৯)
৩. আমি জন্মেছি বাংলায় (কিশোর কবিতা,
২০২২)